নারায়ণগঞ্জে বিসিক শিল্প নগরীর গার্মেন্ট (পোশাক কারখানা) মালিকদের হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বুধবার বিকেলে সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্প নগরীর পশ্চিম মাসদাইর থেকে বিসিকের ৩ নম্বর গেট পর্যন্ত ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘কাউকে প্রশ্রয় দেবেন না। ঈদের পর র্যাব, পুলিশ, প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসবো এই বিসিকে। ব্যবসায়ীরা তাদের মাল কাকে দেবেন সেটা তাদের ব্যাপার। পোশাক মালিকদের হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না।’
তিনি বলেন, ‘প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই রাস্তার কাজ আগামী জুলাই মাসেই শুরু হবে। নারায়ণগঞ্জের শিল্প খাত থেকে হাজার হাজার কোটি টাকা আয় হয়। আমি শিল্প মন্ত্রণালকে জানাব, সমস্যার সমাধান না হলে ব্যবসায়ীরা ট্যাক্স দেবেন না।’
শামীম ওসমান বলেন, ‘অনেকে দেশকে অস্বাভাবিক করে দিতে চায়। ভৌগোলিক সীমারেখায় থাবা দিতে চায়। কে কোন দল করে সেটা বিষয় নয়। সবার আগে দেশ। দেশ ভালো থাকলে, সবাই ভালো থাকবে।’
বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সহযোগিতায় এবং সদর উপজেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তাটি নির্মাণ করার কথা জানানো হয় অনুষ্ঠানে। এ সময় আরও বক্তব্য দেন বিএকেএমইএ’র নির্বাহী সভাপতি মো. হাতেমসহ অন্য অনেক ব্যবসায়ী।