বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে অবশ্য তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার একান্ত সচিব মুকতাদির আজিজ এ বিষয়ে বলেন, ‘সকালে স্যারের (তৌফিক-ই-ইলাহী) কার্যালয়ে এসেছিলেন পিটার হাস। সে সময় তার সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। বৈঠকে তারা কী নিয়ে আলোচনা করেছেন তা জানি না।’
এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। সালমান এফ রহমানের সরকারি কার্যালয়ে ওই বৈঠক হয়।
একই দিন দুপুরে বারিধারায় যুক্তরাষ্ট্র দূতাবাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং প্রচারণা প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে পরে দূতাবাসের এক টুইটার বার্তায় জানানো হয়।