বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির অপরাজনীতির কারণেই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি: তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৬ জুন, ২০২৩ ১৯:৪৪

হাছান মাহমুদ বলেন, “যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণার পর বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে। কারণ তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি যুক্তরাষ্ট্র সরাসরি নাকচ করেছে। অন্য কোনো দেশের সমর্থনও তারা পায়নি। ফলে তাদের পক্ষে আগের মতো ‘নির্বাচন প্রতিহত করবো, বর্জন করবো’ এগুলো বলার সুযোগ নেই।”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতিবাচক, ধ্বংসাত্মক, মানুষ পোড়ানোর অপরাজনীতি, নির্বাচন প্রতিহত-বয়কট করার অপরাজনীতির কারণেই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।

সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় বিএনপি মহাসচিবের ‘আওয়ামী লীগ সরকারের কারণেই নতুন মার্কিন ভিসা নীতি’ বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণার পর বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে। কারণ তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি যুক্তরাষ্ট্র সরাসরি নাকচ করেছে। অন্য কোনো দেশের সমর্থনও তারা পায়নি। ফলে তাদের পক্ষে আগের মতো ‘নির্বাচন প্রতিহত করবো, বর্জন করবো’ এগুলো বলার সুযোগ নেই।

“যে কারণে এখন ফখরুল সাহেব একটু হিতাহিত জ্ঞান হারিয়ে একেক সময় একেক কথা বলছেন। বিভিন্ন কথা বলে আত্মতুষ্টি লাভের চেষ্টা করছেন।’

ড. হাছান বলেন, ‘শেষ কথা হচ্ছে তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচন প্রতিহত করার রাজনীতি তাদের পক্ষে আর করা সম্ভব নয়। তাই তাদেরকে অনুরোধ জানাব, দেশে গণ্ডগোল করার পরিকল্পনা না করে আগামী নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা গ্রহণ করুন।’

‘বিএনপি-জামায়াত আবার এক হচ্ছে’

জামায়াত ১০ জুন কর্মসূচির ঘোষণা দিয়েছে- সাংবাদিকদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামাত তো সবসময় এক। তারা কোনো সময়‌ই বিচ্ছিন্ন হয়নি। মাঝে মধ্যে মৌনতা অবলম্বন করে। নির্বাচন সামনে রেখে তারা দেশে গণ্ডগোল বাধানোর চেষ্টা করবে। ‘গণ্ডগোলের পরিকল্পনার অংশ হিসেবেই তারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়। তবে সেই গণ্ডগোল তাদেরকে করতে দেয়া হবে না। আমরা সতর্ক আছি, বিএনপি-জামায়াতকে কিভাবে মোকাবিলা করতে হয় দেশের জনগণ জানে।’

‘গুজব প্রতিরোধ করবে সরকার ও গণমাধ্যম’

নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজবের উদ্ভব হচ্ছে- এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ। আমি ক’দিন আগে এশিয়া মিডিয়া সামিটে গিয়েছিলাম। সেখানে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং সামিটের ঘোষণাপত্রে সর্বাধিক গুরুত্ব পেয়েছে। বিএনপি-জামাতের পেইড এজেন্ট যারা খুন ও দুর্নীতির দায়ে পলাতকম তারা বিদেশে বসে আর কিছু ব্যক্তিবিশেষ দেশ থেকে নানা গুজব ছড়ায়।’

তিনি বলেন, ‘গুজব প্রতিরোধে সরকার নানা ব্যবস্থা নিয়েছে। আগামী জুলাই থেকে বিটিআরসির সক্ষমতা বাড়বে। আমাদের মন্ত্রণালয়ও গুজব প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে। আর মূলধারার গণমাধ্যম পত্রিকা ও টেলিভিশন করোনার মধ্যেও গুজবের বিরুদ্ধে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আশা করব, নির্বাচন সামনে রেখে হোক বা যে কোনো প্রেক্ষাপটেই হোক, গুজবের বিরুদ্ধে গণমাধ্যম সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

এ বিভাগের আরো খবর