গত কয়েকদিন থেকে সারা দেশে বয়ে চলেছে তীব্র দাবদাহ। সূর্য ওঠার পর থেকেই বাইরে বের হওয়া বা কাজ করা এক প্রকার দুঃসাধ্য হয়ে পড়েছে। রাতেও তাপ কমার আভাস নেই।
গরমে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করছে দেশের বিভিন্ন জেলার মানুষ। এমনকি নেচে-গেয়েও বৃষ্টির কামনা করার খবর এসেছে গণমাধ্যমে। কিন্তু, কবে নামবে স্বস্তির বৃষ্টি? কবে থেকে কমবে গরম এ বিষয়ে সবাই জানতে উদগ্রীব।
আবহাওয়া অফিস বলছে, আরও অন্তত পাঁচ থেকে ছয়দিন থাকতে পারে তাপপ্রবাহ। তাছাড়া বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী দিনগুলোতে আরও বেশি ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
সারাদেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসমূহ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
ঢাকায় আজ দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।