লিচুর বিচি গলায় আটকে রাজধানীর হাজারীবাগে অনিক নামের এক বাক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
১২ বছর বয়সী অনিকের মা পারভিন আক্তার বলেন, ‘আমার ছেলে বাক প্রতিবন্ধী ছিল। সকালে আমি কয়েকটি লিচু ছুলে রাখি ওকে খাওয়াবো বলে। বাটি রেখে আমি বারান্দায় গেলে ওই ফাকে সে নিজেই লিচু নিয়ে মুখে দেয়। এসময় তার গলায় লিচুর বিচি আটকে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো গেল না।’
‘ছেলেটাকে আমি খুব কষ্ট করে লালন-পালন করেছি। পাঁচ বছর আগে ওর বাবা বিয়ে করে অন্যত্র চলে গেছে। এখন আমি আর কী নিয়ে বাঁচবো?
পারভিন আক্তারের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী থানা এলাকায়। বর্তমানে হাজারীবাগ গজমহল পুরাতন থানা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক-এর মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে জানানো হয়েছে।’