বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আধিপত্য, টেন্ডার-চাঁদাবাজির দ্বন্দ্বের বলি টিপু, ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৫ জুন, ২০২৩ ১৬:৩৫

টিপু হত্যার তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশ বলছে, টিপু হত্যাকাণ্ড বাস্তবায়নের সরাসরি শ্যুটার হিসেবে সম্পৃক্ত ছিলেন মাসুম মোহাম্মাদ আকাশ। তাকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। আরেক আসামি শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম। তাকে গ্রেপ্তার করা হয় সীমান্তবর্তী এলাকা থেকে।

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে অন্যতম হচ্ছে মতিঝিল। এখানে স্কুল-কলেজসহ অনেক শিক্ষা-প্রতিষ্ঠান রয়েছে, আছে ভর্তি বাণিজ্য। এ ছাড়া আছে অনেক মার্কেট ও কাঁচা বাজার। এসব কিছু ঘিরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আধিপত্য বিস্তারের জেরেই খুন করা হয়েছিল বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম টিপুকে।

টিপু হত্যার তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশ বলছে, টিপু হত্যাকাণ্ড বাস্তবায়নের সরাসরি শ্যুটার হিসেবে সম্পৃক্ত ছিলেন মাসুম মোহাম্মাদ আকাশ। তাকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। আরেক আসামি শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম। তাকে গ্রেপ্তার করা হয় সীমান্তবর্তী এলাকা থেকে। আর টিপু হত্যার পরিকল্পনা বাস্তবায়নে মূল সমন্বয়কের ভূমিকা পালন করেন সুমন সিকদার ওরফে মুসা। হত্যার পর তাকে ইন্টারপোলের সহযোগিতায় ওমান হতে গ্রেপ্তার করে ফিরিয়ে আনা হয়।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ সব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশরার (ডিবি) হারুন অর রশীদ।

তিনি বলেন, ডিবি পুলিশের তদন্তে টিপু হত্যার মোট আসামির সংখ্যা ৩৪। তবে একজনের পরিচয় শনাক্ত করতে না পারায়, তার নাম এক্সেল সোহেল; তাকে বাদ দিয়ে ৩৩ জনের নামে চার্জশিট দাখিল করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া গেলে তার নামও সম্পূরক হিসেবে সংযুক্ত করা হবে চার্জশিটে।

হারুন অর রশীদ বলেন, মামলায় ফৌজদারি কার্যবিধি ১৬৪ অনুসারে জবানবন্দি দিয়েছে তিনজন। তারা হলেন মাসুম মোহাম্মাদ আকাশ, নাসির উদ্দিন মানিক ও সুমন সিকদার ওরফে মুসা।তিনি বলেন, আধিপত্য ও আর্থিক সংশ্লেষ টিপু হত্যার বড় কারণ। তবে টিপু হত্যায় যারাই জড়িত ছিলেন তাদের কারো রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেয়া হয়নি। যারাই সম্পৃক্ত বা টিপু খুনের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে মামলার চার্জশিটে উল্লেখ করে আজ আদালতে দাখিল করা হয়েছে।

টিপু হত্যার মামলার তদন্ত সম্পর্কে গোয়েন্দা প্রধান বলেন, জাহেদুল ইসলাম টিপু মতিঝিলের আওয়ামী লীগ নেতা ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। ১৪ মাস আগে টিপু খুন হন। তিনি হত্যাকাণ্ডের শিকার হবার পর ডিবি মতিঝিল টিম তদন্ত কাজ শুরু করে। প্রথম কয়েকদিনের মধ্যে আমরা মাস্টারমাইন্ড পর্যায়ের কয়েকজনকে গ্রেপ্তার করি। টিপু একা খুন হননি। তাকে মার্ডার করতে আসা শ্যুটারদের গুলিতে খুন হন কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি। এই খুনের তদন্তে আমরা প্রায় ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছি। আজকে আমরা ৩৩ জন আসামির নামে চার্জশিট দাখিল করেছি। মোট পলাতক রয়েছেন ৯ আসামি।

হারুন বলেন, ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে আমরা শ্যুটার আকাশকে বগুড়া থেকে ও মোল্লা শামীমকে ইন্ডিয়া পালানোর প্রাক্কালে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার ২৪ জনের সঙ্গে কথা বলে ও সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে যে, টিপু হত্যা পরিকল্পিত। টিপুকে হত্যার জন্য বেইলী রোড, বায়তুল মোকাররম এলাকা ও হোটেলসহ বিভিন্ন এলাকায় মিটিং করেছেন জড়িতরা। হত্যার পর প্রথম এক মাসে অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপরও যেহেতু এটা স্পর্শকাতর ঘটনা। সেজন্য কোনো ধরণের ভুল বা ক্রুটি না হয় সেজন্য তদন্তে সময় নেয়া হয়। আজ সেটার চার্জশিট দাখিল করা হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি, যারা জড়িত, অপরাধী, সাক্ষ্য প্রমাণ পারিপাশ্বিক তথ্য উপাত্তের ভিত্তিতে শুধু তাদের নামই মামলায় সংযুক্ত করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত না তাদের কারো নাম সংযুক্ত করা হয়নি। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা আমরা করিনি।

টিপু হত্যায় গ্রেপ্তার আসামি যারা

জিসান ওরফে জিসান আহাম্মেদ ওরফে মন্টু ওরফে) এমদাদুল হক , জাফর আহমেদ মানিক ওরফে ফ্রিডম মানিক, সুমন সিকদার ওরফে মুসা, মাসুম মোহাম্মদ ওরফে আকাশ, শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম, মারুফ রেজা সাগর ওরফে সাগর, আরিফুর রহমান সোহেল ওরফে ঘাতক সোহেল, জুবের আলম খান ওরফে রবিন ওরফে রেলওয়ে রবিন,, হাফিজুল ইসলাম ওরফে হাফিজ, তৌফিক হাসান ওরফে বাবু ওরফে বিডি বাবু, মাহবুবুর রহমান ওরফে টিটু, নাসির উদ্দিন ওরফে মানিক, মশিউর রহমান ওরফে ইকরাম, ইয়াসির আরাফাত সৈকত, আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান ওরফে দামাল, সেকান্দার সিকদার ওরফে আকাশ, খাইরুল ইসলাম মাতব্বর ওরফে খোকা, আবু সালেহ শিকদার ওরফে সুটার সালে, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, ওমর ফারুক, সোহেল শাহরিয়ার, মোহাম্মদ মারুফ খান, ইসতিয়াক আহম্মেদ জিতু, ইমরান হোসেন ওরফে জিতু, রাকিবুর রহমান ওরফে রাকিব,ও মোরশেদুল আলম পলাশ।

পলাতত আসামি যারা

এনামুল ইসলাম ওরফে এক্সেল সোহেল, রিফাত হোসেন, রানা মোল্লা, আমিনুল ইসলাম ওরফে হাবিব, সামসুল হায়দার ওরফে উচ্ছল উজ্জল, কামরুজ্জামান, বাবুল ওরফে বাবুল তালুকদার, গোলাম আশরাফ তালুকদার ও মারুফ আহমেদ মনসুর।

এ বিভাগের আরো খবর