বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণ উদ্ধার

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ৫ জুন, ২০২৩ ১৬:০০

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনএসআই ও শুল্ক গোয়েন্দার সমন্বয়ে বিমানবন্দরের কনভেয়ার বেল্টের কাছে যাত্রীবিহীন একটি ব্যাগ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

এক দিনের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের অবৈধ উপায়ে নিয়ে আসা স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনএসআই ও শুল্ক গোয়েন্দার সমন্বয়ে বিমানবন্দরের কনভেয়ার বেল্টের কাছে যাত্রীবিহীন একটি ব্যাগ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

এনএসআইয়ের এক কর্মকর্তা বলেন, দরজার কব্জার ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের ১২টি দণ্ড পেয়েছি আমরা। এসবের ওজন ৭৩৬ গ্রাম। বর্তমান বাজারমূল্যে যার দাম ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।

তিনি বলেন, অনেক সময় আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীর মালামাল ফ্লাইট কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে পরে তাদের অন্য ফ্লাইটে পাঠানো হয়। আমাদের ধারণা এই ব্যাগটাও এরকম ছিল। আমরা প্রযুক্তির মাধ্যমে ব্যাগের মালিককে শনাক্ত করার চেষ্টা করছি।

ওই কর্মকর্তা আরও বলেন, এ সব স্বর্ণ অবৈধভাবে দেশে নিয়ে আসার মাধ্যমে ৬৩ লাখ টাকা রাজাস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে এই বিমানবন্দরে রোববার সকালে প্রায় এক কেজি স্বর্ণ, ৩টি মোবাইল ও দুটি ল্যাপটপসহ এক যাত্রীকে আটক কর হয়। আব্দুল করিম সজন নামের ওই যাত্রী রাজস্ব ফাঁকি দিয়ে দরজার কব্জায় কৌশলে লুকিয়ে দেশে স্বর্ণ নিয়ে আসার চেষ্টা করছিলেন।

এ বিভাগের আরো খবর