উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় এক কিশোর নিহত হয়েছেন।
সোমবার দুপুরে ৬ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৪ তে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৯ বছর বয়সী বশির আহমদ ওই ক্যাম্পের ব্লক-সি/৯ এর বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা বশির আহমদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।