রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুরের রাজৈরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩২ বছর বয়সী খোরশেদ বেপারী একই এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, অতিরিক্ত গরমের কারণে ছেলেকে নিয়ে বাড়ির পাশে খানকায়ে শরীফে যান খোরশেদ বেপারী। সেখানে গিয়ে তার ছেলে মাইক্রোফোনের তারে জড়িয়ে যায়। এসময় খোরশেদ তার ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।