পুলিশের ধারণা, গোসল করতে লেকে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ওদের।
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি (বুদ্ধিজীবী) স্মৃতিসৌধের লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ নিউজবাংলাকে বলেন, ‘শনিবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে লেক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে এখনও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুজনেরই বয়স ৭ থেকে ৮ বছর। আমরা তাদের পরিবারকে খুঁজছি। ধারণা করা হচ্ছে, তারা গোসল করতে নেমেছিল। শিশু দুটির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’