লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গাছটিতে অনেক বেশি পরাগায়ন হয়েছে। এ জন্য একাধিক মোচা হয়েছে। এটা খুবই বিরল।
নাটোরে একটি কলাগাছে ঝুলছে ১৬টি মোচা। বিরল ওই দৃশ্য দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ। গ্রামে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কলাগাছটি লালপুর উপজেলার নাওদাঁড়া গ্রামের মওলা বক্সের। তিনি জানান, সাধারণত কলাগাছে একটিই মোচা আসে। তার বাড়ির পেছনে লাগানো গাছটিতে এসেছে ১৬ মোচা। এতে তিনি নিজেও অবাক হয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিস্মিত। গাছটি না দেখলে বিশ্বাস করা যাবে না। গাছটি এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসছেন।’
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গাছটিতে অনেক বেশি পরাগায়ন হয়েছে। এ জন্য একাধিক মোচা হয়েছে। এটা খুবই বিরল।