বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০ সংসদীয় আসনে সীমানা পরিবর্তন করল ইসি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩ জুন, ২০২৩ ১৭:১৯

গাজীপুর-২ ও গাজীপুর-৫; কুমিল্লা-১ ও কুমিল্লা-২, নোয়াখালী-১ ও নোয়াখালী-২; ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ এবং পিরোজপুর-১ ও পিরোজপুর-২ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এসেছে। এর মধ্যে পিরোজপুর, কুমিল্লা ও ফরিদপুরের উল্লিখিত আসনগুলোতে বড় পরিবর্তন হয়েছে। অন্য চারটিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১০টির সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) এসব সংসদীয় আসন পুনর্বিন্যাস করেছে। বাকি ২৯০টি আসনের সীমানায় কোনো পরিবর্তন আনা হয়নি।

নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া এবং একাদশ জাতীয় সংসদের সীমানা পর্যালোচনায় দেখা যায়, জাতীয় সংসদের দশটি সংসদীয় আসনে পরিবর্তন এসেছে। তার মধ্যে বেশ কয়েকটি আসনে উপজেলা স্থানান্তর করা হয়েছে। কোথাও আবার একটি ইউনিয়ন অন্য সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে। এক আসনের ওয়ার্ড অন্য আসনে যুক্ত করার মতো সামান্য পরিবর্তনও আনা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত গেজেটে এবং কমিশনের প্রকাশিত খসড়া বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।

সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কে এম নুরুল হুদা কমিশন ২০১৮ সালের ৩০ এপ্রিল ২৫টি আসনের সীমানায় পরিবর্তন এনে গেজেট প্রকাশ করে। তবে আউয়াল কমিশন পরিবর্তন আনে মাত্র ১০টি সংসদীয় আসনে।

বিদায়ী নুরুল হুদা কমিশনের রেখে যাওয়া সংসদীয় আসনের সীমানা ২৬ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া সীমানা হিসেবে গেজেট প্রকাশ করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। পরে ৩৮টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর ১৮৬টি আবেদন জমা পড়েছিল। সেগুলোর ওপর চার ধাপে শুনানি শেষ করে ইসি।

সীমানার আপত্তি নিয়ে সবচেয়ে বেশি ৮৩টি আবেদন জমা পড়ে কুমিল্লা অঞ্চল থেকে। রাজশাহী থেকে ৪৪টি, বরিশাল থেকে ২৯টি, ঢাকা অঞ্চল থেকে ১৮টি আবেদন জমা পড়ে। এ ছাড়া খুলনা ও ফরিদপুর অঞ্চল থেকে ৫টি করে আবেদন পড়ে।

তবে সিলেট ও রংপুর অঞ্চল থেকে কোনো আবেদনই জমা পড়েনি। শুনানি শেষে আপত্তি যাচাই-বাছাই করে ১ জুন চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি।

এর আগে ১৯৮৪ ও ১৯৯১ সালের পর ২০০৮ সালে এটিএম শামসুল হুদা কমিশন নবম সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনে ব্যাপক উদ্যোগ নিয়ে শতাধিক আসনের সীমানায় পরিবর্তন আনে। পরে কাজী রকিবউদ্দিন আহমদ কমিশন দশম সংসদ নির্বাচনে ৫০টি আসনে ছোটখাটো পরিবর্তন আনে।

যে ১০টি আসনের সীমানায় পরিবর্তন

গাজীপুর-২ ও গাজীপুর-৫ আসন; কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসন, নোয়াখালী-১ ও নোয়াখালী-২ আসন; ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ এবং পিরোজপুর-১ ও পিরোজপুর-২ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এসেছে। এর মধ্যে পিরোজপুর ১ ও ২, কুমিল্লা ১ ও ২ এবং ফরিদপুর ২ ও ৪ আসনে বড় পরিবর্তন এসেছে। অন্য চারটিতে সামান্য পরিবর্তন এসেছে। বাকি ২৯০টি আসনের সীমানা অপরিবর্তিত রয়েছে।

পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল পিরোজপুর-১ আসন। এই আসনের সীমানা পুনঃনির্ধারণ করে নেছারাবাদ উপজেলা বাদ দিয়ে ইন্দুরকানী উপজেলা যুক্ত করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আগে পিরোজপুর-২ আসনের অংশ ছিল। আর নেছারাবাদ উপজেলা পিরোজপুর-২ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়া গঠিত কুমিল্লা-১ সংসদীয় আসন থেকে মেঘনা উপজেলা বাদ দেয়া হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে তিতাস উপজেলাকে। অর্থাৎ তিতাস ও দাউদকান্দি নিয়ে কুমিল্লা-১ আসন গঠিত হয়েছে।

হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসন থেকে তিতাস উপজেলা বাদ দিয়ে যুক্ত করা হয়েছে মেঘনা উপজেলাকে। যার ফলে হোমনা ও মেঘনা নিয়ে নতুন কুমিল্লা-২ আসন গঠিত হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড আগে গাজীপুর-৫ সংসদীয় আসনের সঙ্গে যুক্ত ছিল। তাতে গাজীপুর-২ সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এছাড়া ফরিদপুর-২ আসন থেকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেয়া হয়েছে৷ বাদ দেয়া কৃষ্ণপুর ইউনিয়ন যুক্ত করা হয়েছে ফরিদপুর- ৪ আসনের সঙ্গে।

সেনবাগ উপজেলা এবং সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও আম্বর নগর নিয়ে গঠিত ছিল নোয়াখালী-২ সংসদীয় আসন। এই তিন ইউনিয়ন ছাড়াও সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে যুক্ত করা হয়েছে। এই বজরা ইউনিয়নটি আগে নোয়াখালী-১ আসনের সঙ্গে যুক্ত ছিল।

এ বিভাগের আরো খবর