সাভারে ধর্ষণের শিকার ১০ বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন থেকে মারা গেছে।
ওই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার গভীর রাতে আশুলিয়ার গাজীরচট বটতলা এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
ভুক্তভোগী শিশুর মা প্রবাসী হওয়ায় সে খালার সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ত।
ভুক্তভোগী শিশুর খালাতো ভাই জানান, প্রতিবেশী ভাড়াটিয়া সজল দিনমজুরের কাজের পাশাপাশি টিকটক ভিডিও বানায়। শিশুটিকে টিকটক ভিডিও বানানোর কথা বলে ছাদে নিয়ে এক মাস আগে ধর্ষণ করেন তিনি। এরপর থেকে শিশুটি অসুস্থ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন বলেন, ‘প্রায় এক মাস আগে প্রতিবেশী ভাড়াটিয়ার মাধ্যমে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানতে পেরেছি৷ মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’