মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের অপরজন নুরুল হক নাফিউর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ২৪ ঘণ্টা পর শনিবার বেলা ১১টার দিকে লৌহজং তেউটিয়া বর্ণপাড়া সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে উদ্ধার করা হয় একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সব্যসাচী সৌম্য দাসের মরদেহ।
মাওয়া নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে পাঁচ বন্ধু শুক্রবার সকাল ৯টার দিকে মাওয়া এলাকায় আসেন। পরে স্পিডবোট নিয়ে তারা মাঝ পদ্মায় গোসল করতে যান। পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছাকাছি দুজন পদ্মার স্রোতের তলিয়ে যান।
মাওয়া নৌ পুলিশে ইনচার্জ মাহবুব জানান, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনাস্থল থেকে আট কিলোমিটার ভাটিতে বর্ণপাড়া এলাকা সংলগ্ন নদীতে একটি মরদেহ ভাসার খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
পরে মরদেহটি উদ্ধার করা হলে তা নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউর বলে সনাক্ত করা হয়।