লালমনিরহাটের কাকিনায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত ও এক শিশু নিখোঁজ রয়েছে।
কাকিনা কবিবাড়ি সংলগ্ন কাচারী বাজার এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন পাটগ্রাম উপজেলার বেলতলী রহমতপাড়া এলাকার গফুরের ছেলে রফিকুল ইসলাম এবং একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ওসি ভারপ্রাপ্ত হাবিবুর রহমান জানান, কাকিনা কবিবাড়ি সংলগ্ন কাচারী বাজার এলাকায় বুড়িমারী হতে আসা পাথরবাহী একটি ট্রাক রংপুর হতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে অটোরিকশায় থাকা এক শিশু দুর্ঘটনার সময় ছিটকে পড়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না।