বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতীক পেয়েই প্রচারে সিলেট সিটির মেয়র প্রার্থীরা

  • প্রতিবেদক, সিলেট   
  • ২ জুন, ২০২৩ ১৮:৩৭

আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসানকে হাতপাখা এবং জাকের পার্টির মো. জহিরুল আলমকে গোলাপফুল প্রতীক দেয়া হয়।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন প্রার্থীরা।

শুক্রবার সকালে সিলেটের আঞ্চিলক নির্বাচন কার্যালয়ে মেয়র এবং দিনভর কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

মেয়র পদপ্রার্থীরা কে কোন প্রতীক পেলেনসিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন।

এদের মধ্যে দলীয় চার প্রার্থী দলের নির্ধারিত চারটি প্রতীক পান।

আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসানকে হাতপাখা এবং জাকের পার্টির মো. জহিরুল আলমকে গোলাপফুল প্রতীক দেয়া হয়।

এ ছাড়া স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু পেয়েছেন ঘোড়া, মো. ছালাহ উদ্দিন রিমন পেয়েছেন ক্রিকেট ব্যাট এবং মো. শাহজাহান মিয়া বাস গাড়ি প্রতীক পান।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ করা হবে।

প্রতীক পেয়েই প্রচারে

দুপুর থেকেই মেয়র পদপ্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করেন।

নগরের বিভিন্ন এলাকায় প্রার্থীরা আনুষ্ঠানিক গণসংযোগ চালান তারা।

তবে প্রতীক বরাদ্দের দিন শুক্রবারের আগেই বিভিন্ন উপায়ে প্রার্থীরা প্রচার চালিয়ে আসছেন।

আচরণবিধি লঙ্ঘন করে আগেভাগে প্রচার শুরুর অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

সকালে প্রতীক পাওয়ার পর নগরের মেন্দিবাগ ও উপশহর এলাকায় প্রচার চালান আনোয়ারুজ্জামান চৌধুরী।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘নৌকা কেবল আওয়ামী লীগের প্রতীক নয়। বাংলাদেশের স্বাধীনতা ও ঐতিহ্যের প্রতীক। বিজয়ী হলে আমি আমার নগরবাসীকে স্বপ্নের স্মার্ট সিলেট উপহার দেব।’

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

পরে বিকেলে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন আনোয়ারুজ্জামান।

এদিকে নগরের সাগরদিঘির পাড় এলাকার একটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর আনুষ্ঠানিক প্রচার শুরু করেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তিনি স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

বাবুল বলেন, ‘গত ২০ বছরে সিটি করপোরেশনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র থাকলেও নগরের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নগরবাসী তাই এবার পরিবর্তন চায়।’

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান বিকেলে নগরের উপশহর এলাকায় প্রচার চালান।

এ বিভাগের আরো খবর