বিএনপি দেশে অস্বাভাবিক সরকারকে ক্ষমতায় এনে তার ছায়ায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু্।
শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরের নওদা বহলবাড়ীয়ার একটি মসজিদের উন্নয়নকাজের উদ্বোধন করে ইনু এ মন্তব্য করেন।
ওই সময় জাসদের নেতা-কর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ইনু বলেন, ‘এর মধ্য দিয়ে বিএনপি মূলত যুদ্ধাপরাধী ও দুর্নীতির বিচার বন্ধ করতে, দণ্ডিত নেতা-নেত্রীদের মুক্ত করতে, তারা সংবিধানটাকে খেয়ে ফেলতে চায়।’
তিনি বলেন, ‘আমরা চাই না অনির্বাচিত একটি অস্বাভাবিক সরকার দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করুক। জামায়াত-বিএনপির পার্টনারশিপের সরকার দেশে যে দুর্ভোগ সৃষ্টি করেছিল, তা দেখেছি। তাই দেশের মানুষ আর রাজাকারের সরকার দেখতে চায় না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু আরও বলেন, ‘কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেখানে পাতানো নির্বাচনের কিছু দেখছি না।’
বাজেট নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, ‘১৪ বছরে শেখ হাসিনার সরকার বাজেট দিয়ে এক ফোঁটাও ঘি খায়নি, বরং বাজেট দিয়ে আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর তৈরি করেছি। রেল ব্যবস্থাসহ বিভিন্ন সেক্টরে উন্নতি করেছি।
‘দারিদ্র্য কমিয়ে এনে বিনা মূল্যে বাচ্চাদের কোটি কোটি বই উপহার দিয়েছি। বাজেট দিয়ে উন্নয়নের স্বার্থে ঘি খাওয়ার কোনো সুযোগই নেই।’