রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম নামে এক বিদ্যুৎ মিস্ত্রি (ইলেকট্রিশিয়ান) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি বাসাবাড়িতে পানি তোলার মোটরের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন।
৪০ বছর বয়সী শাহ আলম কুমিল্লার হোমনা থানার মনিপুর গ্রামের জলিল সওদাগরের ছেলে। পরিবার নিয়ে রাজধানীর ফকিরাপুলে বসবাস করতেন তিনি।
ঢামেক হাসপাতালে বাড়িটির মালিকের ছেলে মামুন বলেন, ‘রাত ১১টার দিকে ইলেকট্রিশিয়ান শাহ আলমকে দিয়ে পানির মোটরের কাজ করার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ফাড়ির ওসি বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।