ইউনিসেফের লোগো ব্যবহার করে সংবাদ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন প্রচার নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আকর্ষণীয় বেতনের উল্লেখ করে দেয়া এই বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অনেকেই চাকরির জন্য আবেদন করছেন।
তবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি আবেদনকারীকে ৫৮০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের শর্ত জুড়ে দেয়ায় অনেকের মধ্যে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় আবেদন করতে ইচ্ছুক একাধিক প্রার্থী নিউজবাংলার সঙ্গে যোগাযোগ করে উল্লিখিত প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে চেয়েছেন।
নিয়োগের বিজ্ঞাপন প্রচারের বিষয়টি নিয়ে নিউজবাংলার পক্ষ থেকে ঢাকার আগারগাঁওয়ে ইউনিসেফের অফিসের সঙ্গে যোগাযোগ করলে এক কর্মকর্তা এটিকে প্রতারক চক্রের কাজ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘ইউনিসেফে নিয়োগ দেয়া হবে- এরকম বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা ওই চক্রের টাকা হাতিয়ে নেয়ার একটি কৌশল। ইউনিসেফের নামে এরকম প্রতারণার ঘটনায় ইতোমধ্যে আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি। এটি একটি প্রতারক চক্র। আমরা আমাদের ওয়েবসাইট ছাড়া এরকম কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি না।’
‘এসব প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে আমরা বার বার জানসাধারণকে সাবধান করছি। তারা যেন কোনোক্রমেই এমন প্রতারক চক্রের কোনো কথা বিশ্বাস না করে, ফাঁদে পা না দেয়।’
ইউনিসেফের ওই কর্মকর্তা নিউজবাংলাকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনারা রিপোর্ট করে মানুষের কাছে তুলে না ধরলে অনেকে জানতেই পারবে না। সচেতনতাও বাড়বে না। আর যে বা যারা এসব জায়গায় এপ্লিকেশন করে প্রতারিত হয়েছেন তারাও জিডি করতে পারেন।’
বাংলাদেশে শিশুদের স্বাস্থ্য উন্নয়ন ও কল্যাণে ১৯৫২ সাল থেকে কাজ করছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ। ইউনিসেফ বাংলাদেশের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের জন্য জরুরি ত্রাণ প্রদান থেকে শুরু করে ২০১৭ সালে নিজ দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদেরও সহায়তা করছে ইউনিসেফ।