রাজধানীতে বুধবার থেকে নতুন সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল। আর মঙ্গলবারের পরিবর্তে ট্রেন বন্ধ থাকবে শুক্রবার।
গত ১৮ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়।
এতদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশনে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত মেট্রো চলাচল করেছে। যদিও শুরুতে এই পথে ট্রেন চলত দুপুর ১২টা পর্যন্ত।
ডিএমটিসিএলের কর্মপরিকল্পনা অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পরপর দুই প্রান্তের স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মাঝের স্টেশনগুলোতে ১০ মিনিট পরপর যাত্রীদের জন্য ট্রেন হাজির হবে।
আবার বেলা ১১টা ১ মিনিট থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বেলা ৩টা পর্যন্ত। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পরপর স্টেশন ছাড়বে মেট্রো। সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।
রক্ষণাবেক্ষণ ও আনুষঙ্গিক কার্যক্রমের জন্য এখন থেকে মেট্রোরেল মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার বন্ধ থাকবে। আগামী ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে মেট্রোরেল চালু করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল আগামী ডিসেম্বরে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।