মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৩ মাদ্রাসাছাত্রীকে উদ্ধার এবং প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
আটক তিনজন হলেন নওগাঁ জেলার পত্নীতলা থানার নজীপুর গ্রামের ২৩ বছর বয়সী রুমন চৌধুরী, শেরপুর জেলার শ্রীবর্দি থানার নোয়ানি গ্রামের ২২ বছর বয়সী আলমগীর হোসেন ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা থানার সোনাপুর গ্রামের ২২ বছর বয়সী হাসান আলী।
বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইসরাফিল হোসেন বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসার তিন ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাদের অপহরণের চেষ্টার সঙ্গে জড়িত থাকায় তিন যুবককে আটক করে বুধবার সকাল আটটার দিকে বামন্দী পুলিশ ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পারি, নিখোঁজ এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় হাসান আলীর। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে হাসানের পরামর্শে আলমগীর ও রুমন চৌধুরী মিলে ওই মাদ্রাসাছাত্রীসহ তার সঙ্গে আসা আরও দুই বান্ধবীকে অপহরণের চেষ্টা করেন। এমন সময় পুলিশ বিমান বন্দর এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়।’
এসআই বলেন, ‘আটক ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হবে।’
এর আগে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে ব্যাগ নিয়ে বের হওয়ার পর আর তারা ফিরে আসেনি।
বামন্দী দাখিল মাদ্রাসার ওই তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় সোমবার পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। তারপর থেকেই তাদের উদ্ধারের চেষ্টায় মাঠে নামে পুলিশ।