স্থানীয় ইউপি সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ বলেন, ‘তাকে লিচু খাওয়ানোর কথা নয়। সম্ভবত মাটিতে খেলতে খেলতে কুড়িয়ে পেয়ে মুখে দিয়ে দিয়েছে, সেটি গিলতে গিয়ে গলায় আটকে যায়।’
চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় লিচুর বীজ আটকে আদিল সিকদার নামের ৬ মাস বয়সী এক দুধের শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আদিল একই ইউনিয়নের গোপালঘাটা এলাকার মঈন সিকদারের সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ।
তিনি বলেন, ‘ঘটনাটি ঘটেছে বাচ্চাটির নানার বাড়ি শাহনগরে। সে তো ছোট, তাকে লিচু খাওয়ানোর কথা নয়। সম্ভবত মাটিতে খেলতে খেলতে কুড়িয়ে পেয়ে মুখে দিয়ে দিয়েছে, সেটি গিলতে গিয়ে গলায় আটকে যায়।
‘পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’