চুয়াডাঙ্গার দর্শনায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। তারা হলো- হাবিবুর রহমান হবির ছেলে হুসাইন আলী ও তরিকুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন।
৯ বছর বয়সী হুসাইন ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। আর ৮ বছরের শিহাব গ্রামের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।
দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ স্থানীয়দের বরাতে জানান, দুপুরে গোসলের জন্য বাড়ি থেকে বের হয় দুই বন্ধু হুসাইন ও শিহাব। পরে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে যায়। বিকেলে লিমন আলী নামে এক কিশোর ওই পুকুরে গোসল করতে নামে।
গোসলের এক পর্যায়ে লিমনের পায়ে বাধে হুসাইন ও শিহাবের দেহ। লিমন চিৎকার করে তীরে উঠে এলে পরে প্রতিবেশীরা এসে দুই শিশুর দেহ উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শিশু দুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।