বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বসতঘরে উঠল কাভার্ড ভ্যান, প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

  • প্রতিনিধি, টাঙ্গাইল    
  • ৩০ মে, ২০২৩ ০৯:৫১

ধনবাড়ী থানার ওসি এম জসিম উদ্দিন জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হবে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান বসতঘরে উঠে পড়লে তারই চাপায় ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মেয়ের বাবা।

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুজন হলেন উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ৪২ বছর বয়সী ফুল রানী দাস ও তার মেয়ে ১২ বছর বয়সী রাধীকা রানী দাস।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের বাড়িতে উঠে পড়ে। এসময় কাভার্ড ভ্যানের চাপায় ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। সে সময় মেয়ের বাবা গণেশ চন্দ্র রবি দাস গুরুতর আহত হন। আহত গণেশকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হবে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর