বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝগড়া থামাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী খুন

  • প্রতিনিধি, কিশোরগঞ্জ   
  • ২৯ মে, ২০২৩ ২৩:৩০

পুলিশ জানায়, রিয়াদের চাচাতো বোনকে স্বামীর বাড়ির লোকজন বিভিন্নভাবে অত্যাচার করত। এ নিয়ে রোববার রাত ১২টার দিকে রিয়াদের বাবা স্বপন মিয়ার সঙ্গে বোনের শ্বশুরবাড়ির লোকদের ঝগড়া হয়। ঝগড়া থামাতে গেলে চাচাতো বোনের দেবর রবিউল হকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে সে। ঝগড়ার এক পর্যায়ে রবিউল রিয়াদকে ছুরিকাঘাত করে।

চাচাতো বোনের সংসারের অশান্তি মেটাতে গিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে রিয়াদ খান নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রিয়াদ এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

রোববার রাত ১২টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১৬ বছর বয়সী রিয়াদ উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের বাসিন্দা স্বপন খানের ছেলে। পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি অংশগ্রহণ করেছিল সে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, একই গ্রাম হাজিপুরে বিয়ে হয় রিয়াদের চাচাতো বোনের। বোনকে স্বামীর বাড়ির লোকজন বিভিন্নভাবে অত্যাচার করত। এ নিয়ে রোববার রাত ১২টার দিকে রিয়াদের বাবা স্বপন মিয়ার সঙ্গে বোনের শ্বশুরবাড়ির লোকদের ঝগড়া হয়। ঝগড়া থামাতে গেলে চাচাতো বোনের দেবর রবিউল হকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে রিয়াদ। ঝগড়ার এক পর্যায়ে রবিউল রিয়াদকে ছুরিকাঘাত করে। আহত রিয়াদকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিত বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’

এ ছাড়াও বিগত ৬ মাসে জিনারী ইউনিয়নে তিনটি খুনের ঘটনা ঘটেছে বলে জানান চেয়ারম্যান আজহারুল।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে চাচাতো বোনের দেবর রবিউলের ছুরিকাঘাতে খুন হয় রিয়াদ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ বিভাগের আরো খবর