অবৈধ সম্পদ অর্জনের দায়ে পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত কারা অধিদপ্তরের বরখাস্তকৃত উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) বজলুর রশীদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
সোমবার বিচারপতি মো. নূরুজ্জামানের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক। জামিনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
৫ এপ্রিল বিচারপতি আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ মামলায় ডিআইজি বজলুর রশীদকে জামিন দেন। এরপর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।
২ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত ২৯ মে পর্যন্ত জামিনাদেশ স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়। তার ধারাবাহিকতায় সোমবার আপিল বিভাগে শুনানি হয়।
গত বছরের ২ নভেম্বর বজলুর রশীদ পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন। পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন তিনি। ৩ নভেম্বর তার আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। ওই সময় তার জরিমানা স্থগিত করে নিম্ন আদালতের নথি তলব করা হয়।
২০২২ সালের ২৩ অক্টোবর জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত হওয়া ডিআইজি বজলুর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন ওই রায় ঘোষণা করেন।