৫ জুন কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি দলকে আটক করে পুলিশ। তবে সন্ধ্যায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
বোরবার বিকেল সাড়ে ৪টার দিকে ডিএমপি কার্যালয়ের গেট থেকে তাদের আটক করে ডিএমপির রমনা থানা পুলিশ। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন বলেন, ‘৫ জুন কর্মসূচি পালনের জন্য সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয় বরাবর রোববার মেইলে আবেদন করা হয়। পরে পুলিশের সঙ্গে আলোচনা করে সোমবার ডিএমপি কার্যালয়ে আবেদন জমা দিতে যান জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি দলের চার সদস্য। এ সময় ডিএমপি কার্যালয়ের গেট থেকে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ।
‘আটকের পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আবেদনের কপি গ্রহণ করে পুলিশ। এর পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়।’
জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুঁইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুঁইয়া।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) ফারুক হোসেন নিউজবাংলাকে বলেন, ‘আবেদন জমা দিতে আসলে সেটা যাচাই-বাছাইয়ের জন্য তাদের নিয়ে যাওয়া হয়। আমি যতদূর জানি তাদের আবেদনের কপি রেখে ছেড়ে দেয়ার প্রক্রিয়া চলছে।’