প্রতিবেশীর জানালা ভেঙে ঘরে ঢুকে মায়ের সামনে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবক গ্রেপ্তার হয়েছেন।
রোববার গভীর রাতে উপজেলার দৈবজ্ঞহাটি এলাকা থেকে পিঞ্জু হাওলাদার নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ২৩ বছর বয়সী পিঞ্জু উপজেলার পঞ্চকরণ গ্রামের বাসিন্দা।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শনিবার ভোরে প্রতিবেশীর জানালা ভেঙে ঘরে ঢুকে মায়ের সামনেই নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায় পিঞ্জু। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার রাতে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন।’
পিঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে দুটি মামলাসহ মারধর ও চুরির মতো নানা অভিযোগে মোট ৭টি মামলা রয়েছে বলেন জানান ওসি সাইদুর।
সোমবার দুপুরে পিঞ্জুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।