বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আপিলে প্রার্থীতা ফিরল বরিশালের আরও ৩ প্রার্থীর

  • প্রতিবেদক, বরিশাল   
  • ২৯ মে, ২০২৩ ১৯:৪৫

১৮ মে মনোনয়ন যাছাই-বাছাই শেষে ১৬ জনের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। তবে আপিলে ৬ জনের প্রার্থীতা পুর্নবহাল হয়। উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে সোমবার নির্বাচনে সুযোগ পেলেন আরও ৩ জন। এতে মোট ১৬৮ জন প্রার্থী এবারের বিসিসি নির্বাচনে অংশ নিচ্ছেন।

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া আরও তিন প্রার্থী উচ্চ আদালতের নির্দেশে প্রার্থীতা ফিরে পেয়েছেন। তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশেদ খান মেনন, ২ নম্বর ওয়ার্ডের রইজ আহম্মেদ মান্না ও ৩ নম্বর ওয়ার্ডের ফিরোজ মল্লিক।

সোমবার দুপু‌রে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির। এ সময় ওই তিন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রার্থী রাশেদ খান মেনন বলেন, ‘আদালতের নির্দেশ কমিশনে জমা দিলে আমাকে লাটিম প্রতীক বরাদ্দ দেয়া হয়। এখন নির্বাচনী প্রচারে নামতে আর বাধা নেই। আশা করি, জনগণ আমাকে নির্বাচিত করবে।’

৩ নম্বর ওয়ার্ডের ফিরোজ মল্লিক পেয়েছেন টিফিন ক্যারিয়ার প্রতীক এবং রইজ আহম্মেদ মান্না পেয়েছেন ঘুড়ি প্রতীক।

১৮ মে মনোনয়ন যাছাই-বাছাই শেষে ১৬ জনের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। তবে আপিলে ৬ জনের প্রার্থীতা পুর্নবহাল হয়। উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে সোমবার নির্বাচনে সুযোগ পেলেন আরও ৩ জন। এতে মোট ১৬৮ জন প্রার্থী এবারের বিসিসি নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রার্থীদের মধ্যে ৭ জন মেয়র পদে, ১১৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ও ৪২ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ভোটে অংশ নেবেন।

নির্বাচনে সবশেষ সুযোগ পাওয়া তিনজনের মধ্যে রইজ আহম্মেদ মান্না কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে নৌকা প্রতীকের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগে মামলা হয়। মান্না মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক ছিলেন।

এ বিভাগের আরো খবর