বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই করে আসছিল চক্রটি

  • প্রতিনিধি, বগুড়া   
  • ২৯ মে, ২০২৩ ১৭:১৬

পুলিশ জানায়, শনিবার গাবতলীর নারুয়ামালা থেকে সোনাতলায় এলে ছিনতাইয়ের শিকার হন নিলু ফকির নামে এক অটোরিকশাচালক। তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান পরিচালনা করে। রোববার রাতভর অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই করাই ছিল তাদের পেশা। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে চক্রটি।

রোববার চক্রটির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়ার সোনাতলা থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া তিনটি অটোরিকশাও উদ্ধার হয়।

পুলিশ জানায়, শনিবার গাবতলীর নারুয়ামালা থেকে সোনাতলায় এলে ছিনতাইয়ের শিকার হন নিলু ফকির নামে এক অটোরিকশাচালক। তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান পরিচালনা করে। রোববার রাতভর অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

‘গ্রেপ্তারকৃতরা হলেন- জাকির, এনামুল, জনি, নাজমুল, মহির, জীবন ও সোহেল। তারা বগুড়ার কাহালু, সোনাতলা ও গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা।’

সোমবার দুপুরে বগুড়ার সোনাতলা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, ‘নিজের অটোরিকশা নিয়ে নিলু ফকির সোনাতলার গনিয়ারকান্দি এলাকায় এলে কয়েকজন তার পথরোধ করেন। তারা নিজেদের ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশাটি আটক ও চালককে মারধর করেন।

‘পরে নিলু ফকিরের হাত-পা বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে সোনাতলার বিভিন্ন এলাকায় ঘোরান তারা। পরে বুড়ারদহ ব্রিজের পাশে ফেলে রেখে যান। সেখান থেকে নিলু ফকিরকে উদ্ধার করে অটোরিকশা উদ্ধার ও অপরাধীদের ধরতে মাঠে নামে পুলিশ।’

উদ্ধার হওয়া তিন অটোরিকশা। ছবি: নিউজবাংলা

জেলা পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাই চক্রের ওই ৭ সদস্যকে আটক হন। তাদের কাছে ছিনতাইয়ে ব্যবহৃত রশি, ৩টি বার্মিজ চাকু, মরিচের গুঁড়া পাওয়া যায়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ ফুলছড়ি উপজেলায় নিলু ফকিরের অটোরিকশাসহ মোট তিনটি অটোরিকশা উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় ছিনতাই-মাদকসহ একাধিক মামলার হদিস মিলেছে। বগুড়া ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে ইজিবাইকসহ এরকম যানবাহন ছিনতাই করতেন তারা।’

আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর