বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রয়োজনে সংসদ নির্বাচনে আরও কঠোর হবে ইসি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৯ মে, ২০২৩ ১৫:৫৯

রাশেদা সুলতানা বলেন, ‘যদি পরিবেশ পরিস্থিতি ডিমান্ড করে আরও কঠোর হতে, তাহলে আমরা আরও কঠোর হব। পরিবেশ পরিস্থিতি যদি বলে এভাবে চললেই হবে, তাহলে আমরা এভাবেই চলব। এটা পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে।’

প্রয়োজন হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি আরও কঠোর হবে বলে মন্তব্য করেছেন কমিশনার রাশেদা সুলতানা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘যদি পরিবেশ পরিস্থিতি ডিমান্ড করে আরও কঠোর হতে, তাহলে আমরা আরও কঠোর হব। পরিবেশ পরিস্থিতি যদি বলে এভাবে চললেই হবে, তাহলে আমরা এভাবেই চলব। এটা পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে।’

কমিশনের একটাই ইচ্ছা জানিয়ে এ কমিশনার বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষভাবে নির্বাচন করব, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে। সে বলতে পারবে আমার ভোটটা আমি দিয়েছি।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কেমন হয়েছে, জনগণ তা দেখেছে বলে মন্তব্য করেন রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘জনগণ এর রায় দেবে। আমরা সবসময় চেয়েছি। এখনও চেয়েছি, ভবিষ্যতেও চাইব আমাদের ইলেকশন যতগুলো আমরা করব, সবগুলো যাতে সুষ্ঠু ইলেকশন হয়। মানুষ এসে যেন ভোট দিয়ে চলে যেতে পারে।

‘এটাই আসলে আমাদের প্রধান উদ্দেশ্য। শুধু সিটি করপোরেশন ইলেকশন কেন? যে কয়টা বাকি আছে ও জাতীয় নির্বাচনে আমরা এই নীতিতে থাকব। এটাই আমরা করব।’

গাজীপুর বাদ দিয়ে বাকি চার সিটি নির্বাচনকে অনেকটা একপক্ষীয় নির্বাচন মনে করছেন কেউ কেউ। এ ধরনের নির্বাচনে তৃপ্তি কতটুকু জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, ‘তৃপ্তি-অতৃপ্তি প্রকাশের তেমন কোনো ইয়ে নাই আমাদের। কেননা নির্বাচনে কেউ আসবে, কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে, কেউ করবে না। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। যিনি প্রার্থী হতে চান বা চান না, এটা সম্পূর্ণ নিজস্ব ম্যাটার। নির্বাচন কমিশনের কাউকে তো আনার সুযোগ ওভাবে নাই। আসলে অবশ্যই আমরা ভালো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন পাব৷

‘আসলে আনন্দ পাব বেশি। না আসলেও ইলেকশনগুলো করতে হবে। কারণ আইনি বাধ্যবাধকতা আছে। যার ফলে তৃপ্তি-অতৃপ্তির সুযোগ নাই। যারা নির্বাচনে আসছে না, তারা আসুন। আসলে অসুবিধা তো নাই।’

জাতীয় নির্বাচনে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা ব্যবহার হবে কি না, সে বিষয় নিয়ে এখনও বসা হয়নি বলে জানান কমিশনার রাশেদা। তিনি বলেন, ‘এই দিকে (সিটি ভোট) মনোযোগ বেশি৷’

এ বিভাগের আরো খবর