বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহাখালী উড়ালসেতু থেকে পড়া রড মাথায় ঢুকে শিশু নিহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৯ মে, ২০২৩ ১৫:৩৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে।

রাজধানীর মহাখালী উড়ালসেতুর ওপর থেকে পড়া রড মাথায় ঢুকে এক শিশু নিহত হয়েছে।

মহাখালী উড়ালসেতুর নিচে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিশুর নাম, পরিচয় পাওয়া যায়নি। শিশুটির আনুমানিক বয়স ১২ বছর।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘সোমবার সকাল সাড়ে দশটার দিকে আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলাম। মহাখালী উড়ালসেতুর নিচ দিয়ে যাওয়ার সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর পৌনে একটার দিকে তার মৃত্যু হয়।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর