চট্টগ্রামের চন্দনাইশে বিলুপ্ত প্রজাতির দুইটি রাজধনেশ পাখি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক পাচারকারীকে আটক করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছ বাড়িয়া কলেজের সামনে থেকে শ্যামলী পরিবহনের বাসের মাধ্যমে রাজধনেশ পাচারের সময় তাকে আটক করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাচারের সময় দুটি রাজধনেশসহ শ্যামলী পরিবহনের এক যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও রাজধনেশ দুটি বন বিভাগের কাছে হস্তান্তরের আদেশ দেন।’
তিনি আরও বলেন, ‘আমরা রাজধনেশ দুটি বনবিভাগের পটিয়া রেঞ্জে হস্তান্তর করেছি।’
এর আগে গত ২৫ মে রাতে বাঁশখালীর গুনাগারি থেকে ৪টি রাজধনেশসহ মো. সেলিম নামের এক অটোরিকশা চালককে আটক করে পুলিশ।
দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল আকৃতির এই পাখিটি রং ও বিশালতার কারণে বিভিন্ন নৃগোষ্ঠীর নানা আচার-অনুষ্ঠানে ব্যবহার করা হয়। আর এতে বর্তমানে বিলুপ্তপ্রায় রাজ ধনেশ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ২০১৮ সালে এই পাখিকে বিলুপ্তপ্রায় প্রাণি হিসেবে লাল তালিকাভুক্ত করে।