সভা-সমাবেশে যারা বাধা দেবে, তাদের ছবি তুলে নাম লিখে রাখতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ময়মনসিংহ উত্তর-দক্ষিণ ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, ‘আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য বা আওয়ামী লীগের কেউ যদি গণতান্ত্রিক চর্চায় সভা-সমাবেশে বাধা দেয় বা মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে তাদের ছবি তুলে নাম লিখে রাখুন। তাদের বিরুদ্ধে দেশেও ব্যবস্থা হবে, বিদেশেও হবে।’
তিনি আরও বলেন, ‘এদের (বাধা দানকারীর) ভিসা বাতিল করা হবে। শুধু আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা নয়, আমরাও ভিসা নিষেধাজ্ঞা দেব।’
জনসভায় মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম।