কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন কুমিল্লা জেলার দাউদকান্দির ভবানীপুর গ্রামের ৬৫ বছর বয়সী দুলাল বেপারী ও ৬৪ বছর বয়সী আবদুস সাত্তার।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, রোববার সকালে মহাসড়কের দাউদকান্দির শহীদনগর এলাকায় মাইক্রোবাসটিকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসসহ ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সামান্য আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।