বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনুপ্রবেশের অভিযোগে ৪ দালাল ও ১৯ রোহিঙ্গা আটক

  • প্রতিনিধি, টেকনাফ    
  • ২৭ মে, ২০২৩ ০৯:১৫

টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে।’

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ৪ দালাল ও ১৯ রোহিঙ্গাকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।

কক্সবাজার টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার একটি বাড়ি থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশুসহ ৪ জন দালাল রয়েছেন।

আটক চার দালাল হলেন ৩০ বছর বয়সী জাহিদ, ৩৮ বছর বয়সী জামাল, ৫০ বছর বয়সী হাজেরা আক্তার এবং ২৪ বছর বয়সী ইউনূস। তাদের বাড়ি টেকনাফের নাইট্টংপাড়ায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশ করে টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়ায় একটি বাড়িতে কিছু লোকজন জড়ো হওয়ার খবরে তিনিসহ পুলিশের একটি দল ওই এলাকায় আমিন শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৯ জন মিয়ানমারের নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। এ ঘটনায় ৪ জন বাংলাদেশি দালালকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে।’

এ বিভাগের আরো খবর