গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
এ সিটি করপোরেশনে ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ ভোটারের মধ্যে ৫ লাখ ৭৫ হাজার ৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৪৮ দশমিক ৭৫ শতাংশ।
নির্বাচনের রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত বেসরকারি ফল প্রকাশ হয় বৃহস্পতিবার গভীর রাতে। এতে দেখা যায়, মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান পান ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। সে হিসাবে আজমতের চেয়ে ১৬ হাজার ১৯৭টি বেশি ভোট পেয়ে জয়ী হন গাসিকের সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা।
৪৮০টি কেন্দ্রের সবগুলোতে প্রকাশিত ফলে মাছ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করা গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম পান ১৬ হাজার ৯৭৪টি ভোট। অন্যদিকে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ভোট পান ১৬ হাজার ৩৬২টি।
হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে লড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী গাজী আতাউর রহমানকে ভোট দেন ৪৫ হাজার ৩৫২ জন ভোটার। গোলাপ ফুল প্রতীকের জাকের পার্টির প্রার্থী রাজু আহাম্মেদ পান ৭ হাজার ২০৬টি ভোট।
ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়া স্বতন্ত্র প্রার্থী হারুন-অর-রশীদ ২ হাজার ৪২৬ এবং হাতি প্রতীক নিয়ে লড়া স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম পান ২৩ হাজার ২৬৫টি ভোট।