বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মা জিতে গেছেন, ফল প্রকাশে দেরি করছে: জাহাঙ্গীর

  • প্রতিনিধি, গাজীপুর   
  • ২৫ মে, ২০২৩ ২২:৩৬

নির্বাচনের ফল দ্রুত ঘোষণার দাবি জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘৪টার সময় ভোট শেষ হয়েছে। ইভিএমে ভোট গণনা করে ফল ঘোষণা করতে মাত্র ৫ মিনিট লাগে। অথচ তারা অনেক কেন্দ্রের ফল ঘোষণা করছে না। যেসব কেন্দ্রে ফল ঘোষণা করেছে সেখানে আমার মা জয়লাভ করেছেন।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন জিতে গেছেন বলে দাবি করেছেন তার ছেলে সাবেক সিটি মেয়র (বরখাস্ত) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘আমার মা জিতে গেছে। আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ফল প্রকাশে দেরি করছেন।’

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে এমনটা দাবি করেন তিনি।

নির্বাচনের ফল দ্রুত ঘোষণার দাবি জানিয়ে জাহাঙ্গীর বলেন, ‘৪টার সময় ভোট শেষ হয়েছে। ইভিএমে ভোট গণনা করে ফল ঘোষণা করতে মাত্র ৫ মিনিট লাগে। অথচ তারা অনেক কেন্দ্রের ফল ঘোষণা করছে না। যেসব কেন্দ্রে ফল ঘোষণা করেছে সেখানে আমার মা জয়লাভ করেছেন।

‘আমি গাজীপুরসহ সারাদেশের মানুষকে বলছি- যদি আমার এখানে কোনো রকমের ছিনিমিনি খেলা হয়, ভোট নিয়ে যদি অন্য কিছু চিন্তা করে তাহলে এখানে গার্মেন্ট সেক্টরে যারা আছেন, মালিক পক্ষের যারা আছেন, শ্রমিক পক্ষের যারা আছেন, এলাকাবাসী সবাই এর প্রতিবাদ করবেন।’

জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘অনেক জায়গায় কাউন্সিলরদের রেজাল্ট দেয়া হয়েছে, মেয়রদের রেজাল্টটা স্থগিত রাখা হয়েছে। সে জন্য আমি এখানে এসেছি। রিটার্নিং কর্মকর্তাকে বলব- প্রতিটি ইভিএম থেকে যে সফ্‌ট কপি বের হয়েছে, সেগুলো আমাকে দিতে হবে। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিতে হবে।

‘কারণ নির্বাচন কমিশনার বলেছেন, বাংলাদেশের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন একটি মডেল নির্বাচন। নির্বাচন কমিশনারকে সহযোগিতা করতে চাই। সরকারের যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। সরকারে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি- এই জায়গায় যেন তৃতীয় পক্ষ ভোট নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আমার বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার পাব। আমার বিরুদ্ধে যত মিথ্যা অনিয়ম করা হয়েছে আজ গাজীপুরের মানুষ সেটার প্রমাণ পেয়েছে।’

জাহাঙ্গীর আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে দুই-চারজন আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে। ২০১৮ সালে আমাকে এই এলাকার মানুষ লাখ লাখ ভোট দিয়েছেন। আপনার সন্তান হিসেবে বলেছিলেন, গাজীপুরে একটি চারা গাছ লাগিয়েছি। আপনার চারা গাছে তারা কামড় দিয়েছে। আপনাকে কষ্ট দিয়েছে।’

এ বিভাগের আরো খবর