গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন।
মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত ৪৫০ কেন্দ্রের ফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এসব কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৫৫২ ভোট।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৭৯ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত ৪৫০ কেন্দ্রের মোট ভোটের পরিসংখ্যানে জায়েদা খাতুন নৌকার প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে ১৬ হাজার ৭৫৫ ভোটে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় সিটিতে ভোট শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। এরপরই শুরু হয় গণনা। রাত ১টা ১৫ মিনিটেও ৩০ কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে।
নির্বাচন কমিশনের পাশাপাশি এই ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান, স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুনসহ অন্য প্রার্থীরা।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। তিনি অভিযোগ তোলেন, বিভিন্ন কেন্দ্র থেকে তিনি যে তথ্য পেয়েছেন তাতে তার মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের টেবিল ঘড়ি প্রতীক জয়লাভ করেছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফল ঘোষণা করতে বিলম্ব করা হচ্ছে।