টাঙ্গাইলে একটি ভবনের সানশেডে আটকে থাকা একটি বিড়ালের বাচ্চাকে তিনদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার দুপুরে শহরের থানাপাড়া থেকে তিনতলা একটি ভবনের সানশেডে আটকে থাকা বিড়ালটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রায় ৩দিন ধরে বিড়ালটি ওই ভবনের সানশেডে আটকে ছিল। কোনোভাবেই সেটি সেখান থেকে বের হতে পারছিল না। বাড়ির মালিক জুবায়ের মাছুম খান দুপুরে ৯৯৯ নম্বরে কল করে এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহায়তা চান। পরে ফায়ার সার্ভিসের একটি টিম বিড়ালটিকে উদ্ধার করে।
জুবায়ের মাছুম খান বলেন, ‘আমরা বিড়ালের বাচ্চাটি উদ্ধারে নানাভাবে চেষ্টা করেছি। কিন্তু উদ্ধার করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করেছে। তাদের ধন্যবাদ জানাই।’
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের টিম লিডার বেলাল হোসেন বলেন, ‘ভবনের সানশেডে তিন দিন ধরে একটি বিড়াল ছানা আটকা পড়ে থাকার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে সেটিকে উদ্ধার করে। প্রাণ বাঁচানো আমাদের প্রধান কাজ। সেটা মানুষ হোক বা যেকোনো প্রাণী।’