বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বোরকায় লুকিয়ে পাচার হচ্ছিল আড়াই কোটি টাকার স্বর্ণ

  • প্রতিনিধি, চুয়াডাঙ্গা   
  • ২৪ মে, ২০২৩ ২০:৩৬

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় সীমান্ত অভিমুখী একটি অটোরিকশা থামিয়ে বোরকা পরিহিত এক নারীকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ৩৪১ গ্রাম।

চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্তে ভারতে চোরাচালানের সময় ২০টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় সীমান্ত অভিমুখী একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীদের মধ্যে বোরকা পরিহিত এক নারীকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে অভিনব কায়দায় লুকানো ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ৩৪১ গ্রাম।

আটক স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকা। ওই নারীর নাম শাহানারা খাতুন। তিনি নাস্তিপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।

লেফট্যানেন্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, আটক নারীকে দর্শনা থানায় সোপর্দ ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

এ বিভাগের আরো খবর