ঢাকার সাভারে একটি পোশাক কারখানার ভেতর থেকে জাল টাকার নোট ও সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর বনগাঁও ইউনিয়নের সাদাপুর গ্রামে সাউথ বেঙ্গল অ্যাপারেলস লিমিটেড নামে কারখানায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কারখানার মালিক বরিশাল জেলার মুলাদী থানার ডিগ্রীরচর এলাকার ৪৫ বছর বয়সী সাখাওয়াত হোসেন খান, শরিয়তপুর জেলার পালং থানার গয়াধর গ্রামের ৩০ বছর বয়সী সুজন মিয়া ও বরিশাল জেলার মুলাদী থানার বয়াতিকান্দি গ্রামের ২৪ বছর বয়সী নাজমুল হোসেন।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, বুধবার সকালে সাভারের অন্ধ মার্কেটের সামনে থেকে জাল টাকা দিয়ে লিচু কিনতে গেলে দোকানদারসহ স্থানীয়রা জাল নোট শানাক্ত করে একজনকে আটক করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে বনগাঁও এলাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান মেলে।
এসময় সাউথ বেঙ্গল অ্যাপারেলস কারখানার ভেতর অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা সমমূল্যের জাল নোট জব্দ করা হয়। এ ছাড়া জাল টাকা তৈরির মেশিন ও নানা সরঞ্জামাদিসহ আরও দুইজনকে আটক করা হয়। এসময় কারখানার ভেতর থেকে বেশ কিছু বিদেশি মদ, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের সাথে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। তাদের সহায়তায় এই জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল। সামনের ঈদুল আযহা উপলক্ষে সারা দেশে গরুর হাটে এই জাল নোট ব্যবহার করে বিপুল অর্থের মালিক হওয়ার স্বপ্ন দেখছিলেন তারা। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে পরিকল্পনাকারীদের আটক করা হবে।