দিনাজপুরে ইতোমধ্যে পুরোদমে বাজারে ওঠা শুরু হয়েছে বোরো ধানের। কিন্তু কয়েকদিনের ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাব পড়তে শুরু করেছে ধানের বাজারগুলোতে। গত এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি ধানের দাম কমেছে ৩০০ থেকে ৪০০ টাকা।
দিনাজপুরের বিভিন্ন ধানের হাট ঘুরে দেখা যায়, মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার শিকদারহাটে স্বম্পা জাতের ধান ৭৬ কেজির বস্তা ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার টাকা, আঠাশ জাতের ধান ৭৬ কেজির বস্তা ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা, ছত্রিশ জাতের ধান ৭৬ কেজির বস্তা ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা ও নব্বই জিড়া জাতের ধান ৭৬ কেজির বস্তা ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
অথচ এক সপ্তাহ আগে স্বম্পা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০টাকা, আঠাশ ২ হাজার ১৫০ থেকে ২ হাজার ২০০টাকা, ছত্রিশ ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৩৫০ টাকা ও নব্বই জিড়া ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।
দিনাজপুর জেলায় গত ১৫ দিন ধরে ঘন ঘন লোডশেডিং দেয়া হচ্ছে। এতে করে ধানের ভরা মৌসুমে ঠিকমত মিল চালাতে পারছেন না মালিকেরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মিলের মেশিনারিজ জিনিসপত্র নষ্ট হচ্ছে। অপরদিকে লোডশেডিংয়ের কারণে অলস সময় পার করছেন মিলে নিয়োজিত শ্রমিক ও লেবাররা। ঠিকমত চাল উৎপাদন করতে না পারায় বাজার থেকে কম ধান কিনছেন মিল মালিকেরা। এর প্রভাব পড়েছে এই জেলার ধানের বাজারে। আর লোডশেডিংয়ের কারণে ধানের বাজারের পাশাপাশি চালের বাজারে প্রভাব পড়ার আশঙ্কা দেখা গিয়েছে।
বড়ইল গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, ‘বাজারে ধান কেনার পার্টি (ক্রেতা) নাই। ধানের বাজারের অবস্থা খুবই খারাপ। লোডশেডিংয়ের কারণের ক্রেতারা ধান কিনছেন না। তার ওপর আকাশ ঘন ঘন খারাপ থাকছে। এতে ধানগুলো ঠিকমত রোদে শুকানো সম্ভব হচ্ছে না। ধান লাগানোর পর থেকে যে খরচ হয়েছে, তার টাকাই উঠবে না। খুবই চিন্তায় আছি।’
কর্ণাই গ্রামের কৃষক কালাম হোসেন বলেন, ‘গত সপ্তাহে ধানের দাম বেশি ছিল। কিন্তু আজকে ধানের দাম অনেক কম। বস্তা প্রতি ২০০ থেকে ৩০০ টাকা করে কম। তার ওপর বাজারে ধানের ক্রেতা একেবারেই নাই। গতবার বগুড়া কাঠারী আমি বস্তা প্রতি বিক্রি করেছি ৩ হাজার টাকার উপরে। কিন্তু এবার সেই ধান ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।’
মিল শ্রমিক মহসিন আলী বলেন, ‘বিদ্যুতের সমস্যার কারণে মিলের মোটর পুড়ে যাচ্ছে। কাজ ঠিকমত করতে পারছি না। কাচা ধান নষ্ট হয়ে যাচ্ছে। মিলের চাল খারাপ হয়ে যাচ্ছে। বিদ্যুতের এভাবে সমস্যা থাকলে আমরা তো বেকার হয়ে পড়ব। মিল ঠিকমত না চললে মালিক আমাদেরকে কোথা থেকে বেতন দিবে। সারা দিনে প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।’
দিনাজপুর জেলা চাল কল মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসের মোহাম্মদ অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইকবাল চৌধুরী বলেন, ‘ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মিলের জিনিসপত্র নষ্ট হচ্ছে। এর মধ্যে মোটর জাতীয় মেশিনগুলো নষ্ট হচ্ছে। প্রতিদিন লোডশেডিংয়ের কারণে কোনো না কোনো জিনিসপত্র নষ্ট হচ্ছে। লোডশেডিং ও জিনিসপত্র মেরামতে আমাদের বহু সময় নষ্ট হচ্ছে।
‘দিনাজপুরে পুরোদমে বাজারে ধান উঠলেও আমরা ঠিকমত ধান কিনতে পারছি না। কারণ আমরা ধান থেকে চাল তৈরি করতে পারছি না। এই কারণে বাজারে ধানের দাম কমছে। পাশাপাশি সামনে চালের বাজারে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।’