রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিতে ১৪৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৩ জন ও সংরক্ষিত নারী আসনে ৪৬ জন।
মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল মঙ্গলবার। নির্ধারিত সময় শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন।
তিনি বলেন, সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র তুলেছিলেন চারজন। তাদের মধ্যে ২১ মে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টি সমর্থিত সাইফুল ইসলাম। ২২ মে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দেন। আর শেষ দিনে মঙ্গলবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মুরশিদ আলম এবং দুপুরে জাকের পার্টি সমর্থিত লতিফ আনোয়ার মনোনয়নপত্র জমা দেন।
দেলোয়ার হোসেন জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য মনোনয়ন তুলেছিলেন ১৪২ জন। তাদের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২৩ জন। সংরক্ষিত ১০টি নারী আসনের জন্য মনোনয়নপত্র উত্তোলন হয় ৪৭টি, দাখিল হয়েছে ৪৬টি।
রাজশাহী সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৫ মে বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। ২১ জুন হবে ভোটগ্রহণ। রাজশাহী সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।