আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনকে ভয় পান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘ভয়ের কারণেই নিরপেক্ষ সরকারের অধীনে তিনি নির্বাচন দেন না।’
১০ দফা দাবিতে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘বিএনপি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাসহ সুষ্ঠু নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায়।
‘নাইকো মামলা থেকে শেখ হাসিনার নাম বাদ দিয়ে খালেদা জিয়াসহ আরও কয়েক জনের বিচার করা হচ্ছে। এটা প্রহসনের বিচার, শেখ হাসিনার ইচ্ছা পূরণের বিচার। তার হাতে ক্ষমতা থাকায় তিনি বিচার ব্যবস্থাসহ আইনশৃঙ্খলা ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করছেন। আর তার শক্তির বিরুদ্ধে লড়াই করছে বিএনপি।’
স্থানীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহবান জানিয়ে রিজভী এসময় নারায়ণগঞ্জের ৭ খুন, ত্বকী হত্যাসহ নানা ঘটনার চিত্র তুলে ধরেন। এসব ঘটনায় বিএনপি ন্যায়ের পক্ষে আছে বলেও জানান তিনি।
পদযাত্রা কর্মসূচি শুরুর আগে রুহুল কবির রিজভীর সামনেই বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মারামারি ও হট্টগোলের ঘটনা ঘটে। এ সময় তিনি সবাইকে শান্ত করার চেষ্টা করেন।
পদযাত্রা কর্মসূচি শেষেও শহরের মিশন পাড়া এলাকায় বিএনপির দুই গ্রুপ্রের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন বিএনপির অনন্ত ৫ জন কর্মী-সমর্থক।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক মাকসুদুল ইসলাম রাজীবসহ স্থানীয়রা নেতাকর্মীরা।