বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনায় আপিলেও বাতিল ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন

  • প্রতিবেদক, খুলনা   
  • ২৩ মে, ২০২৩ ২০:২৯

বাতিল হওয়া তিন মেয়র প্রার্থীর মধ্যে এসএম মুশফিকুর রহমান উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে বাকি দুই স্বতন্ত্র প্রার্থী উচ্চ আদালতে যাবেন না বলে জানিয়েছেন।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আপিল করার পরও তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে প্রার্থীতা ফিরে পেয়েছেন এক মেয়র প্রার্থী।

মঙ্গলবার বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

প্রার্থীতা ফিরে পাওয়া মেয়র প্রার্থী হলেন জাকের পার্টির মেয়র পদপ্রার্থী এসএম সাব্বির হোসেন। হলফনামায় আয়কর প্রত্যয়ন জমা না দেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

এছাড়া, আপিলে বাতিল হওয়া প্রার্থীদের সবাই স্বতন্ত্র মেয়র প্রার্থী। তারা হলেন আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, এসএম মুশফিকুর রহমান ও সৈয়দ কামরুল ইসলাম। হলফনামায় ৩০০ মানুষের সমর্থন দেয়া স্বাক্ষর জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ এই তিন প্রার্থীর বিরুদ্ধে।

বাতিল হওয়া তিন মেয়র প্রার্থীর মধ্যে এসএম মুশফিকুর রহমান উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে বাকি দুই স্বতন্ত্র প্রার্থী উচ্চ আদালতে যাবেন না বলে জানিয়েছেন।

খুলনা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৬ মে কেসিসি নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জনসহ মোট ১৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১৮ মে মনোনয়নপত্র বাছাইয়ে ৪ মেয়রপ্রার্থীসহ ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। ২১ মে পর্যন্ত ১৮ জন প্রার্থীর মধ্যে ১৫ জন প্রার্থীতা ফিরে পেতে আপিল করেন। গত দু’দিনে ১৫ জনের আপিলের শুনানি শেষে প্রার্থীতা ফিরে পেয়েছেন ১ মেয়রপ্রার্থীসহ মোট ৭ জন। ৩ জন স্বতন্ত্র মেয়রপ্রার্থীসহ ৮ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।

আপিলে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় এ পর্যন্ত ৪ জন মেয়র প্রার্থী, ৩৯ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ১৪১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৮৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বলেন, ‘আপিলে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হাইকোর্টে আপিল করতে পারবেন।’

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে-র মধ্যে যে কেউ প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারবেন। ২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হবে এবং ওই দিন থেকেই তারা প্রচারণা শুরু করতে পারবেন। ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর