করোনা মহামারিকে কারণ হিসেবে দেখিয়ে জাতীয় সংসদের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
করোনাকালিন দুর্যোগের কারণে জাতীয় সংসদ দুই বছর ঠিকমতো কাজ করতে পারেনি উল্লেখ করে ড. জামাল বলেন, ‘পাঁচ বছর না হোক, অন্তত দুই বছর বৃদ্ধি করা যেতেই পারে।
‘শুধু জাতীয় সংসদই নয়, এদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, সরকার- কেউই ঠিকমতো কাজ করতে পারেনি। দেশ সঠিকভাবে পরিচালিত হয়নি।’
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন অভিযোগ তুলে ওই ঘটনার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এ সময় আবু সাঈদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা।
আ ক ম জামাল বলেন, ‘বিগত নির্বাচনের পর ৫ বছর অতিক্রান্ত হচ্ছে। কিন্তু এই নির্বাচনের পর করোনা মহামারির মহাদুর্যোগের ভিতর দিয়ে চলেছে দেশ। মহামারির কারণে বিশ্ববাসীর সাথে আমরা দেশের প্রতিটি জায়গায় যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছি, সেটি কেউই অস্বীকার করতে পারবে না। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সুশীল সমাজসহ সবার কাছে আমার আকুল আবেদন, আগামী ছয় মাস পর যে জাতীয় নির্বাচন, তা আয়োজনের কোনো দরকার নেই।
‘মাননীয় প্রধানমন্ত্রী, এই মহাদুর্যোগকে কারণ দেখিয়ে আপনি জাতীয় সংসদকে আরও ৫ বছরের জন্য এক্সটেনশন (বর্ধন) করতে পারেন। কমপক্ষে দুই বছর তো হতেই পারে। কারণ করোনা দুর্যোগের কারণে জাতীয় সংসদ ২ বছর ঠিকমতো কাজ করতে পারেনি।’
তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশন, সরকার- সবার কাছে আকুল আবেদন জানাই, এই ধরনের পরিস্থিতিতে যখন আমরা সামাজিক-অর্থনৈতিক নানা ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি, সে সময় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে হানাহানি, হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এই পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত করার কোনো বাধ্যবাধকতা সরকার বা জনগণের নেই।’
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সিতেশ চন্দ্র বাছার, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, সাবেক প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ।