মাজারের ওরশে গিয়ে পরিচয়। সেখানে অর্থের বিনিময়ে একান্তে সময় কাটানোর জন্য এক নারীকে কমল ও অভি নামের দুই যুবক নিয়ে যান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। সেখানে পরিত্যক্ত বালুর মাঠে লালসালু কাপড়ে হাত-পা বেঁধে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। ঘটনার ৩ দিন পর পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এমন তথ্য।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তাফা রাসেল জানান, এ ঘটনায় প্রধান আসামি কমলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর হত্যার রহস্য বেরিয়ে আসে। কিভাবে ওই নারীকে হত্যা করেছে তা স্বীকার করেছেন কমল।
সংবাদ সম্মেলনে এসপি গোলাম মোস্তাফা বলেন, “১৯ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুরির তালতলা এলাকার একটি পরিত্যক্ত বালুর মাঠ থেকে এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে জানা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর পুলিশ তদন্ত শুরু করলে বেরিয়ে আসে ওই নারীকে হত্যার রহস্য।
“ঘটনার রাতে পাঙ্খা শাহ্’র মাজারে যান ওই নারী। সেখানে গানের সময় কমল ও অভি নামে দুই যুবকের সাথে পরিচয় হয় তার। একসঙ্গে চা পান করার সময় অর্থের বিনিময়ে দুই যুবকের সাথে একান্তে সময় কাটানোর (যৌন সম্পর্ক) জন্য রাজি হন তিনি। এরপর মধ্যরাতে তারা ওই নারীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গেলে হঠ্যাৎ সেখানে অন্য দুই যুবক উপস্থিত হন। তারা কমল ও অভির সঙ্গে থাকা ৯ হাজার টাকা নিয়ে চলে যান। এতে তারা ক্ষিপ্ত হয়ে নাসরিনকে বালুর মাঠে নিয়ে লালসালু কাপড় দিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।”
হত্যাকাণ্ডে জড়িত অভিকেও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।