বগুড়ার আদালত চত্বর থেকে পলাতক আসামি চঞ্চল ইলিয়াস ওরফে ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া সদরের নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মোটরসাইকেল চুরির মামলায় রোববার দুপুর আড়াইটার দিকে বগুড়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আনা হলে পুলিশ ভ্যান থেকে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান ইলিয়াস।
৩২ বছর বয়সী ইলিয়াসের বাড়ি বগুড়া সদরের নওদাপাড়ায়।
ইলিয়াসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, ‘আদালত থেকে পালানোর পরপরই পুলিশের একাধিক টিম ইলিয়াসকে গ্রেপ্তারে অভিযানে নামে। রোববার দুপুর থেকেই ইলিয়াস বগুড়ার গাবতলী, সদর উপজেলার বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। সর্বশেষ নওদাপাড়ার জঙ্গলে পরিপূর্ণ একটি পরিত্যক্ত কারখানায় লুকিয়ে ছিলেন তিনি। সেখান থেকে সকালে তাকে গ্রেপ্তার করা হয়।’
ওলিউল্লাহ আরও বলেন, ‘ইলিয়াস পেশাদার চোর। স্থানীয় সোর্সের ওপর ভরসা করে তাকে ধরা হয়েছে। আদালত থেকে পালানোর ঘটনায় রোববার সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। ওই মামলায় ইমরানকে আদালতে চালান করা হবে।’
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে গাবতলী উপজেলায় একটি মোটরসাইকেল চুরি হয়। সেই মামলায় শনিবার বিকেলে গাবতলীর চকবোচাই এলাকা থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার গাবতলী থানা পুলিশ ইলিয়াসহ ৫ আসামিকে পুলিশ ভ্যানে করে আদালতে হাজির করার জন্য নিয়ে আসে। আসামিদের ভ্যান থেকে বের করার সময় ইলিয়াস কৌশলে হ্যান্ডকাফ খুলে দৌড়ে পালিয়ে যান।