প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে মামলা হয়েছে।
সোমবার সকালে রাজশাহীর পুঠিয়া থানায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদের নামের সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। এতে শুধুমাত্র আবু সাঈদ চাঁদকে আসামি করা হয়েছে। আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দিয়ে বক্তব্য দেন চাঁদ। ওই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই বক্তব্যের এক পর্যায়ে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমরা করব ইনশাআল্লাহ।’
এ নিয়ে আবু সাঈদ চাঁদের মোবাইল ফোনে কল দেয়া হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।